রাঁধুনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কথা রাখলেন, নিজের হাতে রান্না করে খাওয়ালেন নীরজদের

রান্না করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টোকিও অলিম্পিকে পাঞ্জাবের পদকজয়ী অলিম্পিয়ানদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন নীরজ চোপড়াও।

Written by SNS Punjab | September 9, 2021 5:51 pm

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। (Photo: SNS)

কথা দিয়ে কথা রাখলেন … বুধবার নিজের হাতে রান্না করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রাঁধুনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। টোকিও অলিম্পিকে পাঞ্জাবের পদকজয়ী অলিম্পিয়ানদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন নীরজ চোপড়াও। সিসওয়ানে নিজের বাগানবাড়িতেই পদকজয়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা টুইট করে লেখেন, ‘পােলাও, ভেড়ার মাংস, মুরগির মাংস, জর্দান রাইস রাঁধছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি আগেই কথা দিয়েছিলেন পাঞ্জাবের অলিম্পিক পদকজয়ী এবং নীরজকে নিজের হাতে বেঁধে খাওয়াবেন। আর সেই কথাই রাখলেন।

১২ আগস্ট অলিম্পিকে পদকজয়ীদের সম্মানিত করেন অমরিন্দর। সেই সময় তাদের নিজের হাতে রেধে খাওয়াবেন বলেছিলেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, ‘আমি নিজে খুব একটা ভােজন রসিক নেই। কিন্তু রান্না করতে খুব ভালাে লাগে। তােমাদের সবার জন্য রান্না করব। আর সেই কথাই বুধার রাখলেন’।