প্রােটিয়াস ক্রিকেটাররা করােনা মুক্ত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাের্ড জানিয়েছে,প্রােটিয়াস ক্রিকেটারদের কারােরই করােনা হয়নি। সবারই করােনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Written by SNS Johannesburg | December 22, 2020 4:43 pm

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ডি কক (Photo: IANS)

প্রােটিয়াস ক্রিকেটারদের কারােরই করােনা হয়নি। সবারই করােনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের আগে এমন কথাই জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাের্ড।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাের্ড জানিয়েছে, শনিবার এই করােনা পরীক্ষা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, জৈব সুরক্ষা বলয়ের প্রবেশের সময় এই করােনা পরীক্ষা করা হয়েছিল। আর তাতে সকলেরই নেগেটিভ এসেছে। ২৬ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে।

শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানাে হয়েছিল দু’জন ক্রিকেটারের রিপাের্ট পজিটিভ এসেছিল। সেখানে তাদের করােনা টেস্ট করা হয়েছিল। তারপরই তাদের আইসােলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এখন দেখার বিষয়, আগামিদিনে কতটা সুস্থতার মধ্যে দিয়ে এই সিরিজটি অনুষ্ঠিত হয়। কারণ করােনা মহামারী সেভাবে মানুষকে ভয় দেখতে না পারলেও, সকলেই করােনা থেকে বাঁচার জন্য যথাযথ নিয়ম পালন করে চলেছেন যথাসময়ে।