বাংলার অ্যাথলিটরা এখন পড়েছে বিরাট সমস্যায়। একদিকে রাজ্য অ্যাথলেটিকস মিট আর অন্যদিকে ফেডারেশন কাপ। বাংলার অ্যাথলিটদের জানা নেই, কোনটা ছেড়ে কোন প্রতিযোগিতায় নামবেন। যদি রাজ্য মিটে অংশ নেন তাহলে ফেডারেশন কাপে নামা সম্ভব হবে না। আবার ফেডারেশন কাপে গেলে রাজ্য মিট তাঁদের কাছে অন্ধকারে থেকে যাবে। যেহেতু রাজ্য মিট হবে আগামী ২০ থেকে ২২ জুন। প্রয়াগরাজে ফেডারেশন কাপ হবে ২২ থেকে ২৪ জুন। তাহলে বাংলার ছেলে মেয়েরা কোন দিকে প্রাধান্য দেবেন? ফেডারেশন কাপ যেহেতু ২২ থেকে ২৪ জুন হচ্ছে তাহলে রাজ্য মিট কেন এগিয়ে আনা হল না? এই নিয়ে অ্যাথলিটদের প্রশ্ন কেন রাজ্য অ্যাথলেটিকস সংস্থার কর্মকর্তারা রাজ্য মিটের দিন পরিবর্তন করলেন না?
তবে কর্মকর্তারা বলছেন, যখন রাজ্য মিটের তারিখ ঘোষণা করা হয় তখনও ফেডারেশন কাপ কোথায় কবে থেকে শুরু হবে তার নাকি ঠিক ছিল না। রাজ্য মিট ঘোষণার পর ফেডারেশন কাপের সূচি ঘোষিত হয়েছে। দুই, ফেডারেশন আগে থেকেই নাকি ক্যালেন্ডার দিয়ে দেয়। বছরের মধ্যে কবে থেকে কী মিট হবে তার দিনক্ষণ ঠিক করা থাকে। ফলে রাজ্য মিট কবে থেকে কোথায় হবে তার দিনক্ষণ আগে থেকেই ঠিক করা আছে। প্রশ্ন, তাহলে ফেডারেশন পারে কি ক্যালেন্ডার দেওয়া সত্ত্বেও তার বাইরে কাজ করতে? রাজ্য সরকারের দ্বারস্থ হয়ে যুবভারতীতে মিট হওয়ার ব্যাপারটা ঠিক করা হয়েছে। যেহেতু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, ওই দিন ছাড়া মাঠ পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে নির্দিষ্ট দিনে (২০-২২ জুন) মিট করতে রাজি হয় রাজ্য সংস্থা।
এখনকার সময়ে রাজ্য মিট থেকে নির্বাচিত হওয়ার কোনও ব্যাপার নেই। এমনই বলছেন রাজ্য অ্যাথলেটিকস সংস্থার সচিব কমল মৈত্র। যদি কোনও অ্যাথলিট ফেডারেশন কাপে যেতে চায় তাহলে সে নাম এন্ট্রি করতে পারে। শুধু প্রয়োজন রাজ্য সংস্থার একটা অনুমতি। তাহলে কি যে কেউ এই মিটে যোগ দিতে পারেন? একদম নয়। রাজ্য সংস্থা সংশ্লিষ্ট অ্যাথলিটের প্রাক্তন রেকর্ড দেখে নেয়। ভাল না হলে জাতীয় মিটে রাজ্য সংস্থা নাম এন্ট্রি করার অনুমতি দেবে না। আসলে এখন অ্যাথলিটদের নিজেদের খরচায় জাতীয় মিটে নামতে হবে।
সচিব কমল মৈত্র জানিয়েছেন, “ফেডারেশন কাপের ব্যাপারে কোনও কিছু জানা ছিল না। আগে থেকেই রাজ্য মিট ঘোষণা করে দিয়েছিলাম। তার উপর ক্রীড়ামন্ত্রীর কাছে আমাদের মাঠ নেওয়া হয়ে গিয়েছে। সেখানে আমরা কীভাবে রাজ্য মিট পিছিয়ে দেব? আবার ফেডারেশন আমাদের আগে থেকে ক্যালেন্ডার দিয়েছে। কবে থেকে রাজ্য মিট করতে হবে তাও জানিয়ে দিয়েছে।’ এবার রাজ্য মিট দুটো ভাগে ভাগ করে হচ্ছে। একটা হচ্ছে জুনিয়রদের নিয়ে। যেখানে প্রতিযোগীরা নামতে পারবেন ১৪ থেকে ১৫ জুন। তারপর হবে সিনিয়র বিভাগের প্রতিযোগিতা। সিনিয়র বিভাগে আবার তিনটে গ্রুপে হবে। একটা হল, অনূর্ধ্ব-২০, ২৩ ও সিনিয়র ছেলে-মেয়েরা। অনূর্ধ্ব-২০ বিভাগ। আর যদি কেউ রাজ্য মিটে না নেমে ফেডারেশন কাপে যেতে চায় যাবে।
সেখানে কোনও আপত্তি তুলবে না রাজ্য সংস্থা।