• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রস্তুতি ম্যাচ মোহনবাগান ড্র করল এফসি গোয়ার বিরুদ্ধে

ম্যাচের ৮০ মিনিট নাগাদ লিস্টনের পরিবর্তে মাঠে আসেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। মাঠে নেমেই প্রতিপক্ষ দলের গোল লক্ষ্য একটি জোরালো শট নেন তিনি।

প্রতীকী চিত্র

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস। হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আহাল এফসি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে কোচ হোসে মোলিনার দল। দলের খেলোয়াড়দের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচটি গোলশুন্যভাবে খেলা শেষ করল মোহনবাগান।

জানা গিয়েছে, এই ম্যাচে প্রথম একাদশের সবুজ-মেরুন শিবিরের প্রায় প্রত্যেক খেলোয়াড়কেই দেখে নিলেন কোচ মোলিনা। গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রক্ষণে টম অলড্রেডের পাশে খেলতে দেখা গেল নবাগত মেহতাব সিংকে। এছাড়াও, এই ম্যাচে ‘নম্বর টেন’ হিসেবে মোলিনা দেখে নিলেন সাহাল আব্দুল সামাদকে। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেললেন জেসন কামিংস। পাশাপাশি, এই ম্যাচে চোট সারিয়ে মাঠে ফিরলেন ডিফেন্ডার শুভাশিস বসু ও জেমি ম্যাকলারেন। ম্যাচের ৭০ মিনিটে অভিষেকের বদলে মাঠে নামেন শুভাশিস। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে, এএফসি ম্যাচের আগে তাঁর দলে ফেরাটা নিঃসন্দেহে স্বস্তি দেবে কোচ মোলিনাকে।

Advertisement

ম্যাচের ৮০ মিনিট নাগাদ লিস্টনের পরিবর্তে মাঠে আসেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। মাঠে নেমেই প্রতিপক্ষ দলের গোল লক্ষ্য একটি জোরালো শট নেন তিনি। যদিও তা থেকে গোল আসেনি। এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের সমর্থকরা রবসনের ব্যাপারে দারুণ উৎসাহী। তার প্রধান কারণ হলো, ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারেটোর পরে রবসনকে পেয়ে অনেকেই ভাবছেন দলের চেহারা বদলে যাবে। সেই লক্ষ্যেই কোচও নতুন চিন্তাভাবনা নিয়ে মোহনবাগানের পরবর্তী খেলায় অংশ নিতে চান। বলা যায়, এসিএল টু’য়ের গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে প্রত্যেক দল। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্রুপ পর্ব। এরপর, নকআউট পর্বের খেলা শুরু হবে ২০২৬ থেকে। অন্যদিকে, সিএল টু’য়ের গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।

Advertisement

Advertisement