পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, সন্ত্রাস এবং খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। খেলাধূলোর মধ্যে কোনও সময় রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু কোনও দেশ যদি হিংসা ছড়ায় তা মেনে নেওয়া সম্ভব নয়।
সম্প্রতি পহেলগামে জঙ্গিদের হামলায় ভারতের নিরীহ ২৬ জন পর্যটকের প্রাণ চলে গিয়েছে। এই বিধ্বংসী হত্যাকাণ্ডে ভারতের ক্রিকেট মহল দারুণভাবে শোকাহত। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করা উচিত বলে দাবি উঠেছে। সেই দাবিকে জোরালোভাবে সমর্থন করেছেন সৌরভ।
এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, ‘১০০ শতাংশ পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। প্রতি বছর একই ঘটনা ঘটছে। আর এই সন্ত্রাস কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এবার কড়া পদক্ষেপ নিতেই হবে।’
সৌরভের এই দাবি শুধু নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সঙ্গে কোনও ভাবেই ক্রিকেট খেলা সম্ভব হবে না বলে জানিয়েছে।