• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

নেইমারের গোলে বাঁচল সেন্ট জারমেন

প্যারিস- বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রিয়েল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে প্যারিস সেন্ট জারমেন নেইমারের করা একটি মাত্র গোলের দৌলতে ফরাসি ফুটবল লিগ লিও ওয়ানে তৌলুসকে হারাল। ১৩ পয়েন্টের ব্যবধান গড়ে সেন্ট জারমেন এখন লিগের শীর্ষে। ম্যাচের ৬৮ মিনিটে নেইমারের গোল সেন্ট জারমেনকে তিন পয়েন্ট এনে দেওয়ায় ২৫টি ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬৫। নেইমার অ্যাঞ্জেল ডি

অসম্ভব বলে কিছু নেইঃ নেইমার

প্যারিস- বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রিয়েল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে প্যারিস সেন্ট জারমেন নেইমারের করা একটি মাত্র গোলের দৌলতে ফরাসি ফুটবল লিগ লিও ওয়ানে তৌলুসকে হারাল।

১৩ পয়েন্টের ব্যবধান গড়ে সেন্ট জারমেন এখন লিগের শীর্ষে। ম্যাচের ৬৮ মিনিটে নেইমারের গোল সেন্ট জারমেনকে তিন পয়েন্ট এনে দেওয়ায় ২৫টি ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬৫।

নেইমার অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস করা একটি বল ধরে ঘূর্ণী শট নিয়ে তা তৌলুসের অধিনায়ক ইসা ডায়েপের গায়ে লেগে গোলে ঢুকে যায়। দশ মিনিট পর নেইমার দ্বিতীয় গোলটি পেতে পারতেন কিন্তু তার ডান পায়ের শট পোস্টে লেগে ফেরে।

আবার ৮০ মিনিটের সময়ে নেইমারের শট ক্রস বারে লেগে ফিরে আসে। সেন্ট জারমেনের কোচ উনাই এমিরি উরুগুয়ের ফুটবলার এডিনসন কাভানিকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে অন্যদিকে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিকিউ ডি মার্সেলি সেন্ট এটিনের সঙ্গে ২-২ ড্র করায় মোট ৫২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়ে গেল।