• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নেইমারের মন্তব্যে জল্পনা শুরু মেসিকে নিয়ে

আবারও কি একসঙ্গে দেখা যেতে চলেছে পুরানাে জুটি নেইমার ও মেসিকে। এখন এই ব্যাপারটা নিয়ে সকলের মনের মধ্যে একটা ঘােরতর প্রশ্ন ঘােরাফেরা করতে শুরু করেছে।

নেইমার (ছবি: SNS Web)

আবারও কি একসঙ্গে দেখা যেতে চলেছে পুরানাে জুটি নেইমার ও মেসিকে। এখন এই ব্যাপারটা নিয়ে সকলের মনের মধ্যে একটা ঘােরতর প্রশ্ন ঘােরাফেরা করতে শুরু করেছে। নেইমারের বক্তব্য শােনার পর।

তিন বছর আগে বার্সাকে ছেড়ে প্যারিসে চলে যান নেইমার। তবে এবার কি বার্সাকে ছেড়ে প্যারিসে উড়ে যেতে চলেছেন মেসিও? ইতিমধ্যে সংশয় তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

নেইমার বলেন, আমি আবারও মেসির সঙ্গে খেলতে চাই। খেলাটা উপভােগ করতে চাই। আগামি বছর আমাদের এটা করতেই হবে। মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক খুবই মধুর সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। তাই এবার কি মেসি তাঁর বন্ধুর কথা শুনে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন সেটাই দেখার বিষয়।

Advertisement

শােনা যাচ্ছে বার্সিলােনার সভাপতি মেসিকে বিক্রির কথাবার্তাও বলতে শুরু করে দিয়েছেন। এখন এই ব্যাপারটা কোনদিকে এগােয় সেটাই দেখার।

Advertisement