পর্চেস্টফার্ম- প্রোটিয়াসদের মাটিতে একদিনের ম্যাচের সিরিজ জয় করার পর মঙ্গলবার থেকে হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল এবারে টি-টোয়ান্টি সিরিজের মিশনে নামতে চলেছে।
প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ার পর শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে পরাজিত হয়েছিল। তবে, শেষ হারটার কথা এখন অতীত হয়ে গেছে। এখন সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য।
Advertisement
তাই তো হরমনপ্রীত চাইছেন মিতালির মতন নিজের হাতে টি-টোয়ান্টি সিরিজের ট্রফি তুলে নিতে। দলের ক্রিকেটাররা ভালো ফর্মে রয়েছেন। এখন দেখার কাউরের নেতৃত্বে দল টি-২০ সিরিজও ঘরে তুলে আনতে পারে কিনা।
Advertisement
Advertisement



