• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

হারল হরমনপ্রীতরা

মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভরাডুবি...তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ১৪ রানে হার স্বীকার করে ক্যাঙারুদের দেশে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও হারল ভারতের মেয়েরা।

হরমনপ্রীত কাউর (Photo: IANS)

মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভরাডুবি…তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ১৪ রানে হার স্বীকার করে ক্যাঙারুদের দেশে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও হারল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নয় উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে শেফালি শুরুতে আউট হয়ে গেলেও, স্মৃতির বাহান্ন রানের উপর ভর করে একটা সময় ভালো জায়গায় ভারত পৌঁছে গেলেও, হরমনপ্রীত, পূজাদের ব্যাটিং ব্যর্থতায় ভারত জয় তুলে নিতে পারল না।

Advertisement

তবে বাংলার মেয়ে রিচা ঘোষ ব্যাট হাতে শেষদিকে এগারো বলে অপরাজিত তেইশ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তিনি ব্যর্থ হন। ভারতের ইনিংস থেমে যায় ছয় উইকেটে ১৩৫ রানে।

Advertisement

Advertisement