অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কাউর। ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলাদের বিগ ব্যাশ লিগে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হলেন তিনি। মেলবোর্ন রেনেগেডস দলের এই অলরাউভার পেয়েছেন ৩১ টি ভোট।
হারিয়েছেন পার্থ স্কর্চাসের দুই ক্রিকেটার সোফি ডেভিন এবং বেথ মুনিকে, যাঁরা দু’জনই ২৮ টি করে ভোট পেয়েছেন। দু’জন অনুপস্থিত থাকার পর বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন কাউর।
Advertisement
এখনও পর্যন্ত এগারোটি ইনিংসে তিনি চারশোর থেকে এক রান কম করেছেন। গড় ৬৬.৫০। রয়েছে একটি শতরানও। পাশাপাশি বল হাতে পনেরোটি উইকেটও পেয়েছেন।
Advertisement
Advertisement



