• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইংরেজদের বিরুদ্ধে নজির লন্ডন

তৃতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে বুমরা উনিশ রান খরচ করে ছয়টি উইকেট সংগ্রহ করে তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন।

Nasser Hussain hails Jasprit Bumrah as 'best all-format bowler in the world'.

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে উনিশ রান দিয়ে ছয় উইকেট সংগ্রহ করে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের পেস বোলার যশপ্রীত বুমরা নিজের কেরিয়ারের সেরা বোলিং করে ফেলেছেন।

পাশাপাশি বলে রাখা ভালো, যশপ্রীত বুমরা কেনিংটন ওভালে জাতীয় দলের হয়ে তৃতীয় পেস বোলার হিসাবে বিদেশের মাটিতে সর্বাধিক উইকেট সংগ্রহ করার নজির গড়লেন।

Advertisement

এর আগে স্টুয়ার্ট বিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে চার রান খরচ করে ছয়টি উইকেট নিয়েছিলেন।

Advertisement

এবং ১৯৯৩ সালে অনিল কুম্বলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বারো রান খরচ করে ছয়টি উইকেট পেয়েছিলেন।

তৃতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে বুমরা উনিশ রান খরচ করে ছয়টি উইকেট সংগ্রহ করে তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন।

Advertisement