এবারে সকলের নজর ছিল পেস বােলার আলি খানের দিকে। কিন্তু চোট পেয়ে ছিটকে যেতে হল কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারকে। পেস বােলারের পরিবর্তে নাইট দলে নেওয়া হল নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্টকে।
জাতীয় দলের হয়ে তিনি এখনও পর্যন্ত তিনটি একদিনের ও চব্বিশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আমেরিকার প্রথম ত্রিকেটার র কোনও দলে খেলার সুযােগ পেয়েছিলেন আলি খান।
Advertisement
এবং তিনি এসেছিলেন হ্যারি গার্নির পরিবর্তে। কিন্তু তিনিই এবার চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নজর কাড়লেও আইপিএলে খেলা হল না পেসার আলি খানের।
Advertisement
Advertisement



