• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নীরজ ব্র্যান্ড অ্যাম্বাসাডর

এনিয়ে ভারতের সোনার ছেলে নীরজ জানান, ‘আমি বরাবরই এই ব্র্যান্ডের ভক্ত। এই অডি পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’

ফাইল চিত্র

জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা অডি’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনাজয়ী তারকা এই জ্যাভলিন থ্রোয়ারকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে পেরে বিশেষ উচ্ছ্বসিত সংস্থার প্রধান বলবীর সিং ধিঁলো। তিনি জানান, ‘যাঁরা শ্রেষ্ঠ, তাঁদের সঙ্গেই থাকে অডি। নীরজের সঙ্গে এই চুক্তি করতে পেরে আমরা খুশি।’

এনিয়ে ভারতের সোনার ছেলে নীরজ জানান, ‘আমি বরাবরই এই ব্র্যান্ডের ভক্ত। এই অডি পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’ সম্প্রতি দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়ার দুরন্ত রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। আর এবার অডি’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হওয়ায় যে তার মুকুটে এক বিশেষ পালক যুক্ত হল তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

Advertisement

Advertisement