গত অলিম্পিক্স গেমসে ভারতের তারকা জ্যাভলার নীরজ চোপড়া রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তার আগে অলিম্পিক্স গেমসে সোনা জয় করে সবাইকে অবাক করে দিয়েছিলেন নীরজ চোপড়া। তাই এবারে ডায়মন্ড লিগে নীরজ চোপড়া দুরন্ত পারফরম্যান্স করবেন, এমন একটা ভাবনা ছিল ক্রীড়া জগতে। কিন্তু তা হল না। অল্পের জন্য দ্বিতীয় স্থানে পৌঁছে তিনি কপালে হাত রাখলেন। পরপর দু’বার সোনা জয়ের চেষ্টায় ব্যর্থ হলেন নীরজ। ২০১৮ সাল থেকে চেষ্টায় কোনও ত্রুটি ছিল না ডায়মন্ড লিগে। একেবারে দোরগোড়ায় পৌঁছে সোনা জয়ের লক্ষ্যে ফিরে আসতে হয়েছে তাঁকে। আসলে মানসিক দিক দিয়ে হয়তো কোথাও নীরজ চোট খেয়েছেন বলে অনেকে ভাবছেন।
৯০ মিটারের জাদু সংখ্যাটা স্পর্শ করলেও তিনি সোনা জয় থেকে বঞ্চিত হলেন। ডায়মন্ড লিগে তাঁর জীবনে সেরা পারফরম্যান্স করলেন। স্বপ্নকে বাস্তবে রূপ দিলেও প্রথম হওয়া থেকে বঞ্চিত হওয়ায় কিছুটা মনমরা হয়ে যান। নতুন মাইলফলকে নিজের নাম লিখলেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। শুক্রবার নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। অলিম্পিকে সোনা জিতলেও এতদিন ব্যক্তিগত লক্ষ্যপূরণে ব্যর্থই হচ্ছিলেন তিনি।
Advertisement
সেই লক্ষ্যে পৌঁছে রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলে দিয়েছেন, “সেই ২০১৮ সাল থেকে চেষ্টা করছিলাম। বহুবার ৮৮ মিটার ছুড়েছি। ৮৯ মিটারের লক্ষ্যভেদ করেছি। ৯০ মিটার হচ্ছিল না। অবশেষে সেটা হল। অনেকে চিন্তায় ছিল। গোটা দেশ ভাবছিল কবে হবে। অবশেষে গোটা দেশ চিন্তামুক্ত হল। অনেকে ধরেই নিয়েছিলেন হয়তো আমি পারব না। এতদিন হচ্ছিল না। নীরজ মানসিক দিক দিয়ে অনেকটা শান্তি খুঁজে পেলেন। দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয় স্থানেই এদিন শেষ করতে হল তাঁকে।
Advertisement
জার্মানির জুলিয়ান ওয়েবের তাঁকে পিছনে ফেলে সেরা হয়ে যান। ৯১.০৬ মিটার থ্রো করেন তিনি। সাফল্যের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নীরজ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement



