• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

আরও এক ম্যাচ বেশি খেলার অনুমতি পেলেন মুস্তাফিজুর

চেন্নাই– মে দিবসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে৷ সেই ম্যাচ মুস্তাফিজকে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আরও এক ম্যাচের জন্য বাংলাদেশ বোলারের ছুটি বাড়ল৷ ইতিমধ্যেই মুস্তাফিজুর চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঁচ ম্যাচ থেকে ১০টি উইকেট নিয়েছেন৷ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড

চেন্নাই– মে দিবসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে৷ সেই ম্যাচ মুস্তাফিজকে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আরও এক ম্যাচের জন্য বাংলাদেশ বোলারের ছুটি বাড়ল৷ ইতিমধ্যেই মুস্তাফিজুর চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঁচ ম্যাচ থেকে ১০টি উইকেট নিয়েছেন৷
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সময়ে বলেছিল ৩০ এপ্রিলের বেশি থাকতে পারবেন না বাংলাদেশ তারকা৷

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ৷ ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন তিনি৷ সব ঠিক থাকলে সেই ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি৷

জিম্বাবোয়ে সিরিজের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা পেসারকে৷ ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবোয়ে দল৷ ৩ মে সিরিজের প্রথম ম্যাচ৷ ১২ মে পর্যন্ত চলবে সেই সিরিজ৷ ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ৷ গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে৷