• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এখন থেকেই পরের মরশুম নিয়ে ভাবছেন মোলিনা

যে দুটো দলের কাছে আমরা হেরেছিলাম তাদের বিরুদ্ধেও কিন্তু প্রতিটি ছেলে নিজেদের উজাড় করে দিয়েছিল। এমন হতেই পারে। এক একটা দিন এমনই হয়ে যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গতবারের চেয়ে এবারের সাফল্যকে এগিয়ে রাখলেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। তিনি বোঝাতে চেয়েছেন, শীর্ষে ওঠা যতটা কঠিন তারচেয়েও বেশি শক্ত সেই জায়গায় টিকে থাকা। তাই মোলিনা জানিয়ে দিলেন, গতবার কোচ হাবাসকে ছোট করা নয়, বরং কঠিন হওয়ার কারণটাই তুলে ধরলেন । “আমি যখন দলের দায়িত্ব নিলাম তখন একটা কথা দলের প্রত্যেককে বলেছিলাম, তোমরা চ্যাম্পিয়ন দল। তোমাদের হারানোর জন্য এবার প্রতিটি দল লড়াইয়ের মধ্যে থাকবে। কেউ তোমাদের রেয়াত করবে না। তাই তোমরা চেষ্টা কর আরও ভাল খেলতে। আরও শক্তিশালী হতে চেষ্টা কর। নাহলে তোমাদের গতবারের চ্যাম্পিয়ন হওয়াকে কেউ গুরুত্ব দেবে না। প্রমাণ করে দিতে হবে তোমরা প্রকৃত চ্যাম্পিয়ন দলের ফুটবলার। তাই এবার ধারাবাহিকতা বজায় রাখার কাজটা অনেক কঠিন ছিল।” কোচ মোলিনার জয়গান এখন সর্বত্র।

অনেকে মনে করছেন, মোলিনার পক্ষে তারকা খচিত দল সামলানোর কাজটা মোটেই সহজ ছিল না। তাছাড়া তিনি চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন। ব্যর্থ হলেই সকলে তাঁকে ছুঁড়ে ফেলে দিত। তবু মোলিনা নিজের জয়গানকে একদম পাত্তা দিতে চাননা। তিনি মনে করছেন, শুধু ফুটবলার নয়, দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, টিম ম্যানেজমেন্টের লোকজন, কোচিং স্টাফসহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নাহলে এই সাফল্য আসত না। তবে আনন্দের জোয়ারে ভেসে যেতে তিনি নারাজ। তিনি জানিয়ে দিলেন, শনিবার অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য উচ্ছ্বাসে ভাসবেন। কিন্তু এখানেই শেষ। আবার নেমে পড়তে চান ট্রফি ঘরে তোলার জন্য। তার মানে আইএসএলে নক-আউট স্তরেও সফল হতে তিনি এখন থেকে মরিয়া। গোয়াকে ২-০ গোলে হারিয়ে লিগ শেষ করেছে মোহনবাগান।

Advertisement

যুবভারতীতে অনুষ্ঠিত এই খেলা জেতার জন্য চেষ্টার কোনও খামতি রাখেননি কোচ মোলিনা। উদ্দেশ্য ছিল একটাই, যেভাবে হোক শেষ ম্যাচ জিতে ফেডারেশনের তরফ থেকে শিল্ড তুলে দেওয়ার আনন্দকে সমর্থকদের মধ্যে ভাগ করে নেবেন। তাই ম্যাচের আগে স্প্যানিশ কোচ বলেছিলেন, ম্যাচটা জিতে আমরা শিল্ড ঘরে তুলতে চাই। যদিও এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। কারণ দুটো ম্যাচ বাকি থাকার আগেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মোহনবাগান। ২৪ ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ হেরেছে দল। যারমধ্যে একটা ছিল গোয়া, অন্যটা জামশেদপুর। তাই মোলিনা জানিয়ে দিলেন, এমন পারফরম্যান্স করা সত্যিই কঠিন। “একবার ভেবে দেখুন ২৪ ম্যাচে আমরা মাত্র দুটো খেলায় হেরেছি। তাহলে বুঝে দেখুন ছেলেরা কতটা অসাধারণ পারফর্ম করতে পেরেছে। নাহলে এমন পারফরম্যান্স হয়না। যে দুটো দলের কাছে আমরা হেরেছিলাম তাদের বিরুদ্ধেও কিন্তু প্রতিটি ছেলে নিজেদের উজাড় করে দিয়েছিল। এমন হতেই পারে। এক একটা দিন এমনই হয়ে যায়।”

Advertisement

মোলিনা আগামী মরশুমের ভাবনাও শুরু করে দিয়েছেন। তাঁর মতে, এমন পারফরম্যান্স ধরে রাখার কাজটা মোটেই সহজ হবে না। “পরের মরশুম আমাদের কাছে আরও কঠিন হবে। তাই জানিনা কী করব। পরের মরশুমে ছেলেদের আরও কঠিন লড়াই লড়তে হবে। নাহলে তারা চ্যাম্পিয়ন দলের ফুটবলার হিসেবে স্বীকৃতি আদায় করে নিতে পারবে না।” মোহনবাগান শুধু গোল করে প্রতিপক্ষকে ঘায়েল করেছে তাই নয়, রক্ষণভাগও দেখিয়ে দিয়েছে কতটা তারা ধারাবাহিক। প্রতিযোগিতায় ১৫টা ম্যাচে ক্লিন শিট। ডিফেন্স নিয়ে সত্যিই যে কিছু বলার নেই তা জানিয়ে দিলেন মোলিনা।

Advertisement