• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কৌশল করে জিতেছে মোহনবাগান: কোচ বাস্তব

কোচ বাস্তব রায় জানিয়ে দিলেন, কে কী বলছে বা ভাবছে জানিনা। তবে এটুকু বলতে পারি, আমরা কিন্তু কৌশলে খেলেছি এবং জিতেছি।

কেরল ব্লাস্টার্সকে যে ফ্লুকে হারায়নি মোহনবাগান তা স্পষ্ট জানিয়ে দিলেন বাস্তব রায়। শনিবার সুপার কাপে কেরলকে ২-১ গোলে হারানোর পর অনেকে বলতে শুরু করেছেন, ফাঁক তালে ম্যাচটা জিতে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যেহেতু কেরল দলে একাধিক বিদেশি ছিলেন। আইএসএল খেলা পুরো দল নিয়ে এসেছিল ভুবনেশ্বরে। তার উপর ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচে হারিয়ে নজর কেড়ে নিয়েছিল। অন্যদিকে তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়া মোহনবাগান।

কোচ বাস্তব রায় জানিয়ে দিলেন, ‘কে কী বলছে বা ভাবছে জানিনা। তবে এটুকু বলতে পারি, আমরা কিন্তু কৌশলে খেলেছি এবং জিতেছি। কেরল যে খারাপ খেলেছে তা নয়। কিন্তু আসল লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে হ্যাঁ শেষ চারের খেলায় অঙ্ক অন্য রকম হবে।’

Advertisement

Advertisement

Advertisement