বৌবাজার মদন বড়াল লেনে ৮৭ পল্লীর সর্বজনীন দুর্গাপুজোর এবারের ভাবনা অমর একাদশ ও গর্বের মোহনবাগান। এখানে মোহনবাগানের সবুজ মেরুন জার্সিতে মণ্ডপ সেজে উঠতে চলেছে।
সাবেকি আঙিনায় দুর্গা প্রতিমা দেখার পাশে মোহনবাগানের নৌকা, চিংড়ি, জার্সির পাশে অমর একাদশের মূর্তিতে সেজে উঠছে। দেখা যাবে গোষ্ঠ পালের মূর্তি। তাই অভিনব পরিবেশের মধ্যে দর্শনার্থীরা উপভোগ করবেন মোহনবাগানের মণ্ডপ ও দুর্গাপ্রতিমা। সেই সঙ্গে মোহনবাগানের বিভিন্ন সাফল্যের ছবি জায়ান্টস্ক্রিনে দেখা যাবে।
Advertisement
Advertisement
Advertisement



