লিগ-শিল্ডের পর আইএসএল কাপও জিতল মোহনবাগান। ২-১ গোলে বেঙ্গালুরুকে হারাল সবুজ মেরুন ব্রিগেড। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোল করে ম্যাচকে ঠেলে দেয় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেন জেমি ম্যাকলারেন। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে মোহনবাগানের প্রথম গোল করেন কামিংস।
এই নিয়ে গত ১০ বছরে মোহনবাগান দুটো আই লিগ, একটা ফেড কাপ, একটা ডুরান্ড, দুটো আইএসএল কাপ ট্রফি, দুটো আইএসএল লিগ শিল্ড, একটা কলকাতা লিগ জিতল।
Advertisement
মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘বাংলার দল মোহনবাগানের জন্য আমরা গর্বিত। আইএসএলের চ্যাম্পিয়নশিপ জেতার জন্য তোমাদের শুভেচ্ছা। তোমাদের এই দুর্দান্ত জয়কে কুর্নিশ। আমরা তোমাদের নিয়ে গর্বিত।’
Advertisement
চলতি মরসুমে ২৩টি গোল করে সোনার বুট জিতলেন নর্থইস্ট ইউনাইটেডের আলাদিন আজেরাই। ১৫টি ম্যাচে গোল না খেয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন মোহনবাগানের বিশাল কাইথ।
Advertisement



