• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

নতুন ইনিংস শুরু হয়ে গেল মোহনবাগান সচিব সৃঞ্জয়ের

নতুন সচিব সৃঞ্জয় বসু জানিয়েছেন, কলকাতা ফুটবল লিগের খেলা মোহনবাগান নিজেদের মাঠে খেলবে। এ বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে আলোচনা করা হবে।

শেষ পর্যন্ত মোহনবাগান ক্লাবের সচিব পদে আবার ফিরে এলেন সৃঞ্জয় বসু। শনিবার মোহনবাগান ক্লাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় মনোনয়নপত্র পরীক্ষা করার পর তিনি জানিয়ে দিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৃঞ্জয় বসু সচিব পদে মনোনীত হয়েছেন। গত সোমবার মনানয়নপত্র জমা দিয়েছিলেন সৃঞ্জয় বসু। মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে শাসক গোষ্ঠী এবং বিরোধীপক্ষরা প্রচুর সভা করেছিলেন বিভিন্ন প্রান্তে। কিন্তু নির্বাচন যতই কাছে এগিয়ে আসছিল ততই দুই পক্ষের মধ্যে নানারকম কটুক্তি করা হচ্ছিল। অবশ্যই শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের যে ঐতিহ্য তাতে কালিমালিপ্ত হচ্ছিল।

মোহনবাগান ক্লাবে এমন কোনও ঘটনা না ঘটুক, যা নিয়ে বিরূপ সমালোচনা তৈরি হয়। সেই কারণে নেপথ্যে কোনও কাণ্ডারী কাজ করে দুই পক্ষের মিলন ঘটিয়ে দেন। তাই শাসক গোষ্ঠীর সচিব দেবাশিস দত্ত এবং সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু একই টেবিলে বসে হাত মিলিয়ে নেন। দুই পক্ষেরই সমঝোতায় কার্যকরী সমিতির ২২ জন সদস্যের বিরুদ্ধে কেউ কারওর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেননি। তাঁদের নির্দেশেই ২২ জনের কমিটি বিনা লড়াইয়ে নির্বাচিত হয়ে যায়।

মোনবাগানের সংবিধান অনুযায়ী কার্যকরী সমিতির প্রথম সভায় সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়। তাই আগামী সোমবার নতুন কার্যকরী সমিতির সভায় দেবাশিস দত্ত সভাপতি মনোনীত হবেন। এ বাদেও সহসভাপতি সহ কো-অপ্ট সদস্যদের নাম বিবেচিত হবে। ওইদিন আমন্ত্রিত সদস্যদের নাম ঘোষণা না করলেও পরবর্তী সভায় তাঁদের নাম বিবেচিত হতে পারে। এই মুহূর্তে নতুন সচিব সৃঞ্জয় বসুর কাছে নতুন চ্যালেঞ্জ। তিনি যে ইস্তেহার প্রকাশ করে প্রতিশ্রুতির কথা বলেছেন, তাতে যদি সার্থক রূপ না দিতে পারেন, সেক্ষেত্রে সমালোচিত হবেন। এই মুহূর্তে নতুন কমিটির প্রধান কাজ মোহনবাগান দিবস। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসকে নতুন রূপ দেওয়া যায় কিনা, সেই ভাবনা অবশ্যই সচিবকে করতে হবে। শোনা যাচ্ছে, ক্লাবের সভাপতি

হিসেবে অতীতে যে ভূমিকা নিতেন, সেখানেও পরিবর্তন আনা হবে। অর্থাৎ সভাপতি হিসেবে দেবাশিস দত্তের ক্ষমতা বর্ধিত হবে। শনিবার মোহনবাগান তাঁবুতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় মোট ১১জন কর্মকর্তা ও ১১ জন কার্যকরী সমিতির সদস্যের নাম ঘোষণা করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, নির্বাচন কমিটি কিন্তু কোনওভাবেই কবে নির্বাচন হবে তা ঘোষণা করেনি। সাধারণ নিয়মানুসারে একটি নির্দিষ্ট দিন চিহ্নিত করা হয় নির্বাচনের। সেই দিনের না ঘোষণা করে কার্যকরী কমিটির সদস্যদের মনোনীত করেছেন।

নতুন সচিব সৃঞ্জয় বসু জানিয়েছেন, কলকাতা ফুটবল লিগের খেলা মোহনবাগান নিজেদের মাঠে খেলবে। এ বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে আলোচনা করা হবে। আমরা বিশ্বাস করি আইএফএ এই ব্যাপারে সহমত পোষণ করবে। প্রতিশ্রুতি মতো মহিলা ফুটবল দলও গঠন করা হবে। কণ্যাশ্রী কাপে মোহনবাগান খেলবে এই আশা করা যেতেই পারে।

নতুন কমিটিতে এলেন— সহ সচিব – সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ – সন্দীপন বন্দ্যোপাধ্যায়,অর্থ সচিব – সুরজিৎ বসু, মাঠ সচিব – শাশ্বত বসু, ফুটবল সচিব – স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট সচিব – সম্রাট ভৌমিক, হকি সচিব-শ্যামল মিত্র, অ্যাথলেটিক্স সচিব – পিন্টু বিশ্বাস, টেনিস সচিব – সিদ্ধার্থ রায়, যুব ফুটবল সচিব – শিলটন পাল। কার্যকরী কমিটির সদস্য— মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু,
পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার এবং অনুপম সাহু।