• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মোহনবাগান ক্লাবে নির্বাচন দামামা বেজে উঠেছে

বাংলার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা খেলবেন ওইদিন মাঠে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি। এদিকে নির্বাচন নিয়ে ক্লাব সদস্যদের মধ্যে তোড়জোড় বেশ কিছুদিন আগে শুরু হয়ে গিয়েছে।

নিজস্ব চিত্র

মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা বেজে গেল। আগমী বছরের ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় ক্লাবের নির্বাচনের জন্য একটি বোর্ড গঠন করা হচ্ছে। যার নেতৃত্বে থাকবেন অসীম রায়। খুব সম্ভবত নির্বাচন হতে পারে নতুন বছরের মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকে। শোনা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি পদ্মশ্রী চুনি গোস্বামীর জন্মদিবসে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। বাংলার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা খেলবেন ওইদিন মাঠে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি।
এদিকে নির্বাচন নিয়ে ক্লাব সদস্যদের মধ্যে তোড়জোড় বেশ কিছুদিন আগে শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। বিরোধী গোষ্ঠী লড়াই করবার জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু লড়তে পারেন। এমন কী বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা হয়েছে। সেখানে ক্লাব সদস্যরা বেশ সোচ্চার হয়েছেন। এখন দেখার বিষয় নির্বাচনের উত্তাপ কীভাবে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

Advertisement

Advertisement