• facebook
  • twitter
Monday, 14 July, 2025

মোহনবাগান ক্লাবের নির্বাচনে দুই পক্ষই তৈরি হচ্ছে

ফলে প্রমাণিত হচ্ছে, বর্তমান প্রশাসকমণ্ডলী ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তাঁদের কাছ থেকে আগামী দিনে আরও ভালো কাজ আশা করা যেতেই পারে।

নিজস্ব চিত্র

মোহনবাগান ক্লাবের নির্বাচনের দিন ঘোষণা না হলেও তার দামামা বেজে গিয়েছে। বর্তমান প্রশাসকদের বিরুদ্ধে প্রতিপক্ষ বিরোধী গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে লড়াই করবেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। এই দুই পক্ষ ইতিমধ্যেই নির্বাচনী সভা বিভিন্ন জায়গায় সংগঠিত করেছে। বর্তমান সচিব দেবাশিস দত্ত কিছুদিন আগে হাওড়ায় নির্বাচনী সভায় হাজির ছিলেন। তার আগেও উত্তর কলকাতায় আইএসএল ফুটবলে দ্বিমুকুট ও কলকাতা হকিতে চ্যাম্পিয়ন হওয়ায় বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানেও নির্বাচনী আবহাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে অনেকে হাজির ছিলেন।

তাঁরা প্রত্যেকেই বর্তমান প্রশাসক মণ্ডলীকে প্রশংসা করে বলেছেন, আগামী দিনে তাঁদের কাছ থেকে আরও প্রত্যাশা আশা করা যেতে পারে। হাওড়ায় স্বামীজি সংঘের মাঠে এক বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সহ সচিব দেবাশিস দত্ত। প্রত্যেকেই মনে করছেন, গত তিন বছর যেভাবে মোহনবাগান ক্লাবের সাফল্য এসেছে, তা অতীতে দেখতে পাওয়া যায়নি। এর ফলে প্রমাণিত হচ্ছে, বর্তমান প্রশাসকমণ্ডলী ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তাঁদের কাছ থেকে আগামী দিনে আরও ভালো কাজ আশা করা যেতেই পারে।

অন্যদিকে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বিভিন্ন জায়গায় নির্বাচনী সভার আয়োজন করেছেন। সম্প্রতি বেলেঘাটায় এক নির্বাচনী সভায় দেখা গিয়েছে, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, অমিত ভদ্র ও শিলটন পালকেও। অনেকে দাবি করেছেন, সৃঞ্জয় বসু যখন সচিব ছিলেন, তখন বেশ কিছু রূপরেখা তৈরি করা হয়েছিল ক্লাবের উন্নয়নে। আশা করা যায়, আগামী দিনে যদি সৃঞ্জয় বসু আবার প্রশাসনে ফিরে আসেন, তাহলে সেইসব রূপরেখা বাস্তবে দেখা যাবে।