• facebook
  • twitter
Monday, 22 December, 2025

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, মমতার নির্দেশে জোর রাস্তা সংস্কার

সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলা ১১৭ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ মেরামতের প্রস্তাব দিয়েছিল। মেলা শুরুর আগে সেই কাজও জোরকদমে চলছে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। গত সোমবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মেলা শুরুর আগে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মেলাকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও নির্বিঘ্ন ব্যবস্থাপনায় সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর-সহ একাধিক দপ্তর।

সড়কপথে পুণ্যার্থীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, তার জন্য বাবুঘাট থেকে কাকদ্বীপ লট-৮ এবং সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ কিলোমিটার রাস্তা মেরামত ও সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। কয়েকটি জায়গায় কাজ শুরুও হয়েছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে সাগরতট সংলগ্ন এলাকায় কিছু ছোটো রাস্তা তৈরি করা হচ্ছে। এই কাজের দায়িত্বে রয়েছে গঙ্গাসাগর–বকখালি উন্নয়ন পর্ষদ। মেলার সময় ভিড় সামলাতে লট-৮, বেণুবন ও কচুবেড়িয়ার জেটি ঘাটগুলির রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে। তৈরি হচ্ছে একাধিক অস্থায়ী জেটি। এই জেটিগুলি মেলার সময় ব্যবহৃত হবে। এছাড়াও কপিলমুনি মন্দিরের কাছে নতুন একটি বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। মূলত ভিড় নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Advertisement

সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলা ১১৭ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ মেরামতের প্রস্তাব দিয়েছিল। মেলা শুরুর আগে সেই কাজও জোরকদমে চলছে। মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ইতিমধ্যেই এই দপ্তরের আধিকারিকদের একটি দল গঙ্গাসাগর পৌঁছে গিয়েছে। তাঁরা নিজে দাঁড়িয়ে থেকে মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ তদারকি করছেন। এছাড়াও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাও তাঁর দপ্তরের আধিকারিক মাঠে নামিয়ে মেলার কাজ তদারকি করাচ্ছেন। এরই মধ্যে প্রশাসনিক আধিকারিক, বিধায়ক ও মন্ত্রীরা দফায় দফায় মেলা প্রাঙ্গণ পরিদর্শন করছেন। নবান্ন জানিয়ে দিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই মেলার প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে হবে। সব দপ্তরকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement