সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় পেসার মহম্মদ শামির। চলতি আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি । এখন অবধি ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ৬। এরমধ্যেই শোনা যাচ্ছে, আসন্ন ইংল্যান্ড সিরিজের দল থেকেও নাকি বাদ পড়তে চলেছেন বাংলার এই পেসার। আসলে, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা এই পেসার। সেজন্যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার- গাভাসকর ট্রফিও খেলা হয়নি। এরপর, চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন করলেও তার পারফরম্যান্স নির্বাচকদের নজর টানতে ব্যর্থ। তাছাড়াও, ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটের ধকল তিনি কতটা সামলাতে পারবেন, সেই প্রশ্নও থাকছে। ফলে, নির্বাচকদের চিন্তায় রেখেছে তাঁর ফর্ম। আসলে, এই সিরিজের পাঁচটি ম্যাচের সবকটাতে খেলবেন না ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা যশপ্রীত বুমরা। ফলে, বোলিং বিভাগ নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
বিষয়টি নিয়ে এক বোর্ড কর্তা জানান, হয়তো আইপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের নির্বাচন হবে না। তবে, চোট সরিয়ে ফেরার পর থেকে নিজেকে সেভাবে আর মেলে ধরতে পারেননি সামি। তাছাড়া, বর্তমানে তার রান আপে এখনও যথেষ্ট সমস্যা আছে। তিনি আরও জানান, ”বল উইকেট কিপারের হাতে ঠিকভাবে পৌঁছচ্ছে না। তাছাড়া শর্ট স্পেলের পরই ড্রেসিংরুমে ফিরে যাচ্ছে।” সবমিলিয়ে, ইংল্যান্ড সিরিজের জন্য তিনি যে জাতীয় নির্বাচকদের পরিকল্পনায় নেই সে ইঙ্গিতই এদিন যেন দিলেন ওই বোর্ডকর্তা। পাশাপাশি, আসন্ন ইংল্যান্ড সিরিজ অগ্নিপরীক্ষা হতে চলেছে আরেক পেসার মহম্মদ সিরাজের জন্যও। জানা যাচ্ছে, এই সিরিজে তার পারফরম্যান্সের ওপর তীক্ষ্ণ নজর থাকবে নির্বাচকদের।