• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন মেসি ও রোনাল্ডোর

জাতীয় দলের জার্সি গায়ে প্রত্যাবর্তন খুব একটা খারাপ হল না বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Xinhua/Ye Pingfan/IANS)

মাদ্রিদ, ২৩ মার্চ – জাতীয় দলের জার্সি গায়ে প্রত্যাবর্তন খুব একটা খারাপ হল না বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মেসিকে দেখতে হল অবশ্য দলের হার। আর ইউক্রেনের বিরুদ্ধে গোলশূন্য ভাবে খেলা শেষ করল রোনাল্ডোর পর্তুগাল। ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়েছিল মেসিদের। পিছিয়ে পড়া মেসিরা গোল পরিশোধ করার জন্য দারুণ ভাবে জ্বলে উঠেছিল, এমনকি একাধিক পাশ ড্রিবলিং ও দুরন্ত শট দেখতে পাওয়া গেলেও, কোনওভাবেই গোলের দরজা খোলেনি। ফুটবলের যুবরাজ মেসির আর্জেন্টিনাকে হারতে হল। আর্জেন্টিনা ৩-১ গোলে হেরে যায় ভেনেজুয়েলার কাছে। এমনকি মেসি এই খেলায় চোটও পেলেন। মেসি চোট পাওয়াতে আগামী ম্যাচে খেলতে পারবে না, তাই দলের সতীর্থ ফুটবলাররা বেশ হতাশ হয়ে পড়েছেন। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের খেলায় রোনাল্ডোর পর্তুগাল গোল পেল না ইউক্রেনের বিরুদ্ধে। সি আর সেভেন খেলার মধ্যে ঝলক দিলেও আসল কাজে তিনি কোনও কিছুই করতে পারলেন না। খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়েছে। তবে দুই তারকা ফুটবলার মেসি ও রোনাল্ডোর খেলা দেখে সবাই মুগ্ধ। সেই কারণেই বলতে পারা যায় এই দুই খেলোয়াড়ের প্রত্যাবর্তনটা খুব একটা খারাব হয়নি।

Advertisement

Advertisement