ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক। এই প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। লা লিগায় তাঁর দুরন্ত পারফরম্যান্সের উপর নির্ভর করে রিয়াল ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল ভালাদোলিদকে। রবিবারের এই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন ফরাসি তারকা। এমবাপের দাপটেই ম্যাচ জিতে নিল রিয়াল মাদ্রিদ।
খেলার শুরু থেকেই এদিন আক্রমণের ঝড় তুলেছিল রিয়াল মাদ্রিদ। তবে ভালাদোলিদের ফুটবলাররা শুরুর দিকে কয়েকবার রিয়ালে রক্ষণে হানা দিয়েছিলেন। কিন্তু থিবাও কুর্তোয়ার তৎপরতায় গোল হয়নি। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এগিয়ে যাওয়ার পরেও চাপ বাড়াতে থাকে রিয়াল। তবে দ্বিতীয় গোল পেতে বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ৫৭ মিনিটে ফের গোল করেন এমবাপে। এরপর ইনজুরি সময়ে পেনাল্টি থেকে দল এবং নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান ফরাসি তারকা এমবাপে।
Advertisement
তিনি নজরকাড়া পারফরম্যান্স করে অভিনব সেলিব্রেশনে মেতে ওঠেন ফরাসি তারকা। ক্যামেরার সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে দুই আঙুল দিয়ে স্যালুট করেন তিনি। হ্যাটট্রিকের পর এমবাপে বলেন, “দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছি। যেভাবে আমি সতীর্থদের সঙ্গে খেলছি, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি মাঠে নেমে কতটা স্বচ্ছন্দ।” এদিনের জয়ের ফলে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে শীর্ষস্থান বজায় রেখে দিল রিয়াল মাদ্রিদ।
Advertisement
Advertisement



