মায়াঙ্ককে এখনই টেস্ট দলে চান না ওয়াটসন

Written by SNS April 8, 2024 1:57 pm

লখনউয়ের স্পিডস্টার খেলুক ছোট ফরম্যাটে

দিল্লি— এবারের আইপিএলে সব থেকে বড় চমক মায়াঙ্ক যাদব৷ লখনউ সুপার জায়ন্টাসের হয়ে মাঠে নেমে তিনি সবাইকে চমকে দিয়েছেন৷ তাঁর বোলিংয়ের গতি দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট মহল৷ এমনকি বিদেশের অনেক ক্রিকেটারও তাঁকে নিয়ে নানা কথা বলেছেন৷ যেমন স্টিভ স্মিথ৷ তিনি বলেছেন, এ বছরের শেষে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে৷ সেই সিরিজের দিকে তাকিয়ে থাকব৷ কারণ জানি সেই ভারতীয় দলে মায়াঙ্ক অবশ্যই থাকবে৷ ওর বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে আমি মুখিয়ে থাকব৷

এত সব কথা বলার কারণও আছে৷ এই মরশুমে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক যাদব৷ দুটি ম্যাচে তিনি সেরার পুরস্কার পেয়েছেন৷ পেয়েছেন ৬টি উইকেট৷ এর থেকে বড় ব্যাপার হল এটাই যে প্রথম ম্যাচে তিনি বল করেছিলেন ঘন্টায় ১৫৫.৬ কিলোমিটার গতিতে৷ পরের ম্যাচ ছিল আরসিবি-র বিরুদ্ধে৷ সেদিন তিনি বল করেছিলেন ঘন্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে৷ এছাড়া তাঁর গড় বোলিংয়ের গতি দেড়শোর উপর৷ তাই তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র৷ এমন বোলারকে কে আর বাইরে বসিয়ে রাখে৷ অনেকে তাঁকে এখনই টি-২০ বিশ্বকাপ দলে নিতে বলেছেন৷ সেখানেও তাঁকে চার ওভারের বেশি বল করতে হবে না৷ একই ফরম্যাট৷ তাই অসুবিধা হওয়ার কথা নয় মায়াঙ্কের৷

যাঁকে নিয়ে এত কথা, সেই মায়াঙ্ক যাদবকে এখনই ভারতের টেস্ট দলে দেখতে চাইছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শ্যেন ওয়াটসন৷ ভারতের মাটিতে দীর্ঘদিন আইপিএল খেলেছেন৷ জানেন, এই মাটিতে বল দ্রুতগতিতে ছোটানো কতটা কঠিন কাজ৷ এসব জেনেও তিনি মায়াঙ্ককে এখনই টেস্ট দলে দেখতে চাইছেন না৷ বলছেন, টেস্ট দলে পাকাপাকি জায়গা করে নেওয়ার মতো উপযুক্ত হয়ননি মায়াঙ্ক৷ মনে রাখতে হবে, সেখানে তাকে দিনে ১৫ থেকে ২০ ওভার বল করতে হবে৷ আগে দেখে নিতে হবে সেই ফরম্যাটে খেলার জন্য ওর শরীর কতটা দিতো পারবে৷ কতটা লোড নিতে পারবে মায়াঙ্ক৷ শরীর ঠিকভাবে নিতে না পারলে বড় ধরনের চোটের মধ্যে পডে় যাবে৷ তাই ওকে দেখে শুনে রাখতে হবে৷ বয়স কম৷ এনার্জি প্রচুর৷ সেখানে হয়তো আরও জোরে বল করতে চাইবে৷ কিন্ত্ত এভাবে তো টেস্ট ক্রিকেট খেলা যায় না৷ ভারতীয় বোর্ডের উচিত ওকে ধীরে ধীরে ক্রিকেটের প্রধান ম্যাচে নিয়ে আসা৷ ততদিন মায়াঙ্ক না হয় টি-২০ ও ওয়ান ডে ক্রিকেট খেলুক৷ এই দুটি ফরম্যাটে খেললে নিজেকে তৈরি করে নেওয়ার সুযোগ পাবে৷ শরীর অনেক বেশি মজবুত হবে৷ তারপর টেস্ট ক্রিকেটের দরজা তো খোলাই রইল৷ তার আগে কিছুতেই নয়৷
ওয়াটসন ২০ লাখ টাকায় লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছে৷ গতবছর দলে ছিলেন৷ কিন্ত্ত চোটের কারনে মাাঠে নামতে পারেননি৷ এবার প্রথম ম্যাচে না থাকলেও তারপর খেলার সুযোগ পান৷ মাঠে নেমে চমমক দেখাতে শুরু করলেন৷ এখন দেখার বিষয় এটাই যে তাঁকে নিয়ে নির্বাচকদের ভাবনা কি!