• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক তারকা ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে না

চোটের কারণে

প্রতীকী চিত্র

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় খেলতে পারবেন না ছ’টি দেশের মোট ১০ জন ক্রিকেটার। এই তালিকায় ভারতের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে। চোটের ধাক্কায় সবচেয়ে বেশি সমস্যায় অস্ট্রেলিয়া। তাদের চার ক্রিকেটার চোট পেয়েছেন। আর এক ক্রিকেটার সকলকে অবাক করে দিয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ফলে অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার এক জন করে খেলোয়াড় খেলার জায়গায় নেই। এই ক্রিকেটারদের মধ্যে অনেকেই আইপিএলে খেলেন। তাঁদের আইপিএলে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ভারতের জশপ্রীত বুমরাকে শেষ পর্যন্ত খেলানোর চেষ্টা করা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে পাওয়া চোট এখনও সারেনি বুমরার। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন বুমরা। ফলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গোড়ালিতে চোট রয়েছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি। কামিন্স না খেলায় স্টিভ স্মিথ নেতৃত্ব দেবেন। কামিন্স আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তিনি খেলতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না।

Advertisement

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। তবে তিনি পিঠের পেশির চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবার জায়গায় নেই। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে খেলেন মার্শ। ফলে কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কাদের চিন্তা বেড়েই চলেছে।

অস্ট্রেলিয়ার অপর খেলোয়াড় মিচেল স্টার্ক। তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি। এবার আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। স্টার্ক আইপিএল খেলতে না পারলে দিল্লি শিবিরে সমস্যা তৈরি হবে।

অস্ট্রেলিয়ার অপর খেলোয়াড় জশ হেজলউড এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। অস্ট্রেলিয়ার প্রধান তিন জন বোলারই মাঠের বাইরে। কামিন্স ও স্টার্কের পাশাপাশি হেজলউডকেও পাচ্ছে না দল। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় যে চোট তিনি পেয়েছিলেন, তা এখনও সারেনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেন তিনি। ফলে চিন্তায় বিষয় হয়ে দাঁড়ালো বিরাট কোহলিদের দলে। কিন্তু অস্ট্রেলিয়া দলে মার্কাস স্টোইনিস হঠাৎই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিজেকে সরিয়ে নিলেন। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলছেন না। তাঁর অভিমত টি-২০ ক্রিকেটে আরও বেশি করে মন দিতে চান। দক্ষিণ আফ্রিকার অনরিখ নোখিয়ের পিঠের পেশির চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না তিনি। আইপিএলে এ বার কলকাতা নাইট রাইডার্স কিনেছে নোখিয়েকে। কিন্তু তিনি যদি না খেলতে পারেন তবে চাপে পড়বে কেকেআর।

ইংল্যান্ডের জেকব বেথেল ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বেথেল। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না ইংল্যান্ড। এ বারের আইপিএলে তাঁকে কিনেছে বেঙ্গালুরু। ফলে দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।আবার আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লা গজ়নফর চোট পেয়েছেন। জিম্বাবোয়ে সিরিজ পাওয়া চোট অন্তত চার মাস তাঁকে মাঠের বাইরে রাখবে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি। চার মাস বাইরে থাকার অর্থ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সও পাবে না তাঁকে। পাকিস্তানের সাইম আয়ুব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মাঝে চোট পেয়েছিলেন। তাই পাকিস্তানের এই ওপেনারের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্ভব হবে না।

Advertisement