• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লিভারপুলের ফরওয়ার্ড সাদিও মানে করােনায় আক্রান্ত

লিভারপুল ক্লাবের আক্রমণ ভাগের নির্ভরযােগ্য খেলােয়াড় সাদিও মানে করােনায় আক্রান্ত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে হালকা উপসর্গ রয়েছে তার।

লিভারপুল ক্লাবের ফরওয়ার্ড সাদিও মানে। (Photo: Twitter/@LFC)

লিভারপুল ক্লাবের আক্রমণ ভাগের নির্ভরযােগ্য খেলােয়াড় সাদিও মানে করােনায় আক্রান্ত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে তার হালকা উপসর্গ দেখতে পাওয়া গিয়েছিল। বর্তমানে তিনি আইসােলেশনে রয়েছেন। এর আগে এই ক্লাবের খেলােয়াড় থিয়াগাে আলভানতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল ৩-১ গােলে হারিয়ে দেয় আর্সেনালকে| ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাদিও মানে। তিনি একটি গোল করলেও অপর দুটি গােলের জন্যে তার অবদান ছিল।

Advertisement

Advertisement