বিশ্বকাপে বিরাটকে তিন নম্বরে চান লারা

Written by SNS April 11, 2024 1:03 pm

হঠাৎ করে শোনা যাচ্ছিল যে টি২০ বিশ্বকাপে বিরাট-রোহিত নাকি ওপেন করবেন৷ দুজনেই আইপিএলে ওপান করছেন৷ রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে৷ বিরাট আরসিবি-র হয়ে৷ তাই বিশ্বকাপে ওঁদের দুজনকে একসঙ্গে ওপেনে আনলে কেমন হয়৷ একজন অ্যাঙ্কার রোল পালন করবে৷ আর একজন পাওয়ার প্লে-র সুবিধা নিয়ে লম্বা স্ট্রোক খেলার চেষ্টা করবে৷ এভাবে গেলে হয়তো ভারতীয় দল বিশ্বকাপে ভাল জায়গায় থাকবে৷

না ,এই মানসিকতার সঙ্গে একমত নন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা৷ তিনি বলছেন, এভাবে এগোবার ভাবনা যদি নেওয়া হয়ে থাকে, তা হলে বলব এখনই তা বাতিল করে দিতে৷ এভাবে এগোবার কথা ভাবলে সেটা ভারতীয় দলের পক্ষে মোটেও ভাল হবে না৷ উল্টে ক্ষতি হয়ে যাবে৷ তাই রোহিতের সঙ্গে একজন জুনিয়র ক্রিকেটারকে ওপেনে রাখতে হবে৷ সেটা যে কেউ হতে পারে৷ তিন নম্বরে আসবে বিরাট৷ যা ওয়ান ক্রিকেটে আমরা সাধারনত দেখে এসেছি৷ এই জায়গায় ব্যাট করতে নেমে বিরাট দলের হয়ে অ্যাঙ্কার রোলের কাজ করবে৷ বিরাট যদি কুডি় ওভাার ব্যাট করে দিতে পারে, তা হলে ভারতীয় দলের পক্ষে বড় রান করা সম্ভব৷ নির্বাচকরা কী ভাবনা নিয়ে দল বাছাই করবেন তা আমার জানা নেই৷ তবে ওপেনে রোহিত ও বিরাটকে একসঙ্গে রাকলে ভুল হবে৷ এভাবে দলকে সামনের দিকে বেশিদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাই বিরাটের জায়গা তিনেই সঠিক৷