• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুরন্ত জয়ে জাপান মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন

প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও নিজের দাপট বজায় রেখেছিলেন লক্ষ্য। কার্যত একপেশে লড়াইয়ে প্রথমেই ৫-০ ব্যবধানে এগিয়ে যান তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জাপান মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় তুলে নিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহ–কে স্ট্রেট সেটে হারালেন তিনি। খেলার ফলাফল তাঁর পক্ষে ২১-১৩, ২১-১১। খেলার শুরু থেকেই লক্ষ্য’র দাপট ছিল স্পষ্ট। প্রথম গেম থেকেই দাপট দেখতে থাকেন তিনি। একটা সময় প্রথম গেমে ৮-৫ এগিয়ে গিয়েছিলেন তিনি।

যদিও, এরপরেই পাল্টা লড়াই শুরু করেন তেহ। ফলে, একটা সময়ে খেলার ফলাফল হয়ে গিয়েছিল ১০-৯। তবে, তাতে ঘাবড়ে না গিয়ে প্রতিপক্ষের ওপর ফের চাপ বাড়ান তিনি। কিন্তু, সিঙ্গাপুরের শাটলারও লড়াই ছাড়েননি। খেলার ফলাফল যখন ১৪ -১৩ তখন টানা সাত পয়েন্ট তুলে ২১-১৩ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। এদিন, ভারতীয় শাটলারের র‌্যালির গতি ছিল চোখে পড়ার মতো। মূলত, স্ম্যাশে প্রতিপক্ষের ক্রমাগত চাপ বাড়িয়েছেন তিনি।

Advertisement

প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও নিজের দাপট বজায় রেখেছিলেন লক্ষ্য। কার্যত একপেশে লড়াইয়ে প্রথমেই ৫-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। তাঁর আক্রমণাত্মক মেজাজের সামনে দ্বিতীয় সেটে আর দাঁড়াতেই পারেননি সিঙ্গাপুরের শাটলার তেহ। শেষপর্যন্ত, ২১-১১ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেন ভারতীয় এই শাটলার।

Advertisement

লক্ষ্য সেনের পাশাপাশি জাপান মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি জুটি। যদিও, এদিন প্রথম গেমে থাইল্যান্ডের পিরাচাই সুকফুন এবং পাক্কাপন তিরাতসাকুল জুটির কাছে হেরে যান তাঁরা। ৬৩ মিনিটের লড়াইয়ের পর ১৮-২১, ২১-১৫, ২১-১১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটের ছাড়পত্র আদায় করে নিলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি জুটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়ান জুটি জুনাইদ আরিফ এবং রয় কিং ইয়াপ।

Advertisement