• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন লক্ষ্য সেন

মরসুমের প্রথম খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত লক্ষ্য। ম্যাচ শেষে দু'চোখ বুজে কানে দু’টি আঙুল ঢুকিয়ে সেলিব্রেশনও করেন তিনি।

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন ভারতীয় তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। রবিবার ফাইনালে জাপানি প্রতিপক্ষ ইউশি তানাকা’কে ২১-১৫, ২১-১১ ব্যবধানে সহজেই হারিয়ে দিলেন তিনি। উত্তরাখণ্ডের এই তারকার চলতি মরসুমে এটাই প্রথম খেতাব।

এদিন ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন লক্ষ্য। তাঁর আক্রমণাত্মক খেলার সামনে দাঁড়াতেই পারেননি জাপানি প্রতিপক্ষ। মাত্র ৩৮ মিনিটে এদিন ম্যাচ জিতে নেন তিনি। পুরো ম্যাচ জুড়ে দক্ষতার সঙ্গে অত্যন্ত দ্রুত কোর্ট কভার করেছেন লক্ষ্য। এমনকি, একবারের জন্যও প্রতিপক্ষকে র্যা লি করার সুযোগও দেননি। যদিও, প্রথম গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন তানাকা। তবে. দ্বিতীয় গেমের লক্ষ্য’র আগ্রাসী মনোভাবেই সামনে একেবারেই কোনঠাসা হয়ে পড়েন তিনি। প্রথম আটটি গেমের মধ্যেই পাঁচ পয়েন্টের ব্যবধান তৈরী করে নেন তিনি। সেইসময়েই একপ্রকার তাঁর খেতাব জয় নিশ্চিন্ত হয়ে গিয়েছিল।

Advertisement

মরসুমের প্রথম খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত লক্ষ্য। ম্যাচ শেষে দু’চোখ বুজে কানে দু’টি আঙুল ঢুকিয়ে সেলিব্রেশনও করেন তিনি। এরপর, তাঁর বাবা ডিকে সেনকে জড়িয়ে ধরেন লক্ষ্য। কোচ ইয়ো ইয়ং সুংকের সঙ্গেও হাত মেলান তিনি। এই প্রসঙ্গে বলা যায়, এ বছর হংকং ওপেনের ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন ভারতীয় তারকা। এরপর এই মাসের শুরুর দিকে জাপানে কামামোতো মাস্টার্সের সেমিফাইনালে উঠেও প্রত্যাশাপূরণ করতে পারেননি তিনি। ফলে, ২০২৩ সালে কানাডা ওপেনের প্রথম কোনও সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। পাশাপাশি, এই জয়ের ফলে হয়তো ফের একবার বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে’র মধ্যে ঢুকে পড়বেন তিনি।

Advertisement

Advertisement