আশায় বুক বাঁধছেন কুলদীপ যাদব। খারাপ পারফরমেন্স এবং পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় এখন দলের বাইরে চলে গিয়েছেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সফরেও দলে জায়গা করে নিতে পারেননি।
উইকেটের পিছনে ধােনির অনুপস্থিতি কতটা সেটা ভালাে করে বুঝতে পারছেন কুলদীপ। এখন তিনি সেই সাহায্যটা আর পান না। ফলাফল দলের বাইরে। তবে কুলদীপ যাদব আশা ছাড়ছেন না।
Advertisement
তিনি বলেন, আশা করছি আসন্ন শ্রীলঙ্কা সফরে যদি আমাদের দল যায় তাহলে ওই সফরে হয়তাে আমায় দলে ডাকা হতে পারে। আমি যদি দলের হয়ে পুনরায় মাঠে নামতে পারি তাহলে নিজের সেরা খেলাটা মেলে ধরে আবারও নিজেকে প্রমাণ করার জন্য পুরােপুরি প্রস্তুত হয়ে রয়েছি।
Advertisement
Advertisement



