তালিবান আফগানিস্তানে সুশাসন উপহার দেবে, আশা করছেন ফারুক আবদুল্লা

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,‘আশা করছি ওরা সুশাসন উপহার দেবে।ওরা ইসলাম নিয়মনীতি মানবে এবং সেই সঙ্গে মানবাধিকারকে মর্যাদা দেবে।

Written by SNS Kashmir | September 9, 2021 10:52 pm

তালিবানরা আফগানিস্তানের মসনদে বসায় তারা কী ধরনের প্রশাসন উপহার দেবে, তা নিয়ে অন্তহীন আলােচনা চলছে। সে দেশের জনগণ, বিশেষ করে মেয়েদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে নানা মহলের নানা ধরনের উদ্বেগ রয়েছে। এরই মধ্যে ফারুক আবদুল্লা তালিবানদেরকে নিয়ে আশার আলাে দেখতে পাচ্ছেন বলে জানা গেছে।

ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা করছি ওরা সুশাসন উপহার দেবে। ওরা ইসলাম নিয়মনীতি মানবে এবং সেই সঙ্গে মানবাধিকারকে মর্যাদা দেবে।

বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করবে তালিবানরা, এমনটাই আশা করছেন ফারুক আবদুল্লা। তার এই মন্তব্যে কিছুটা। হলেও তালিবানদের প্রতি নরম মনােভাব তিনি নিয়ে চলছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।