পোর্ট এলিজাবেথ- প্রোটিয়াসদের মাটিতে প্রথমবার খেলতে নেমে সব রেকর্ড ভেঙে দিল ভারতীয় দুই রিস্ট স্পিনার যজুভেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজে ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কেইথ আর্থটনের রেকর্ড।
Advertisement
১৯৯৮-৯৯-র মরশুমে প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার সাতটি একদিনের ম্যাচে মোট বারটি উইকেট সংগ্রহ করেছিলেন। এবং সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয়েছিল ১-৬ ম্যাচে।
Advertisement
কিন্তু এখানে, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ৭৩ রানে ভারত যেমন জয় তুলে নিল ঠিক তেমনই ভারতীয় লেগ স্পিনার যজুভেন্দ্র চাহাল প্রাক্তন ক্যারিবিয়ান তারকার রেকর্ড ভেঙে দিলেন।
চাহাল আপাতত পাঁচটি ম্যাচে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন। এবং কুলদীপ পঞ্চম একদিনের ম্যাচে সাতান্ন রানে চারটি উইকেট সংগ্রহ করে এই সিরিজের দৌড়ে ষোলোটি উইকেট সংগ্রহ করেছেন।
Advertisement



