• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

একদিনের ক্রিকেটে ক্রমতালিকায় এখন রোহিতের সঙ্গে লড়াই চলছে কোহলির

টি-টোয়েন্টি ক্রমতালিকায় অক্ষর প্যাটেল দু’ধাপ উঠে এসে ১৩ নম্বরে জায়গা পেয়েছেন। আর্শদীপ সিং ২০ নম্বরে এসেছেন তিন ধাপ এগিয়ে এসে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে খেলার চেহারাই বদলে গিয়েছিল। শুধু তাই নয়, ভারত একদিনের সিরিজটা নিজেদের দখলে রাখতে পেরেছিল। পাশাপাশি, আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন বিরাট কোহলি। অবশ্য শীর্ষে থাকা রোহিত শর্মার সঙ্গে এখন লড়াই চলছে কীভাবে শীর্ষস্থানে নিজেকে তুলে ধরা। অর্থাৎ রোহিত শর্মার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। দু’জনের মধ্যে মাত্র ৮ রেটিংয়ের তফাত রয়েছে। সেই অর্থে আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের বিরাট কোহলি যদি ভালো খেলে দেন, তাহলে রোহিত শর্মাকে টপকে যাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে ২০২১ সালে শেষবার একদিনের ক্রিকেটে ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন বিরাট কোহলি। তারপর থেকে আর এক নম্বরে পৌঁছতে পারেননি তিনি। তবে তিন ম্যাচের সিরিজে না খেললেও ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল পঞ্চম স্থানে রয়েছেন। আর কে এল রাহুল দুই ধাপ এগিয়ে এসে জায়গা পেয়েছেন ১২ নম্বরে।

আবার বোলারদের তালিকায় ভারতের কুলদীপ যাদব তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত বল করার কারণে সেই জায়গাটা পাকা হয়ে গেছে কুলদীপের। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক তিনধাপ উঠে এসে ১৩ নম্বরে পৌঁছেছে।এইডেন মার্করাম চার ধাপ এগিয়ে আসলেন। তাঁর জায়গা এখন ২৫ নম্বরে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে এসে ৩৭ নম্বরে নিজের নাম লিখিয়েছেন।

Advertisement

টি-টোয়েন্টি ক্রমতালিকায় অক্ষর প্যাটেল দু’ধাপ উঠে এসে ১৩ নম্বরে জায়গা পেয়েছেন। আর্শদীপ সিং ২০ নম্বরে এসেছেন তিন ধাপ এগিয়ে এসে। তবে যশপ্রীত বুমরা ২৫ নম্বরে রয়েছেন। তবে তিনি ছ’ধাপ এগিয়ে আসলেন। বলতে দ্বিধা নেই, একদিনের ক্রিকেটে খেলার শেষে প্রত্যেকেই বেশ কয়েক ধাপ করে এগিয়ে এসেছেন। তবে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবার উপরে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন ৮ নম্বরে। শুভমন গিল ১১ এবং ঋষভ পন্থ ১৩ নম্বরে স্থান পেয়েছেন। অন্যদিকে টেস্ট ক্রিকেটে বোলারদের তালিকায় যশপ্রীত বুমরা সবার উপরে রয়েছেন। বুমরার কাছাকাছিই রয়েছেন মিচেল স্টার্ক। তবে এই মুহূর্তে তিনি রয়েছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। পাশাপাশি বলতে পারা যায় ভারতের অন্য বোলাররা টেস্ট ক্রিকেটে প্রথম দশ জনের মধ্যে নেই। মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবরা রয়েছেন যথাক্রমে ১২, ১৩ ও ১৪তম স্থানে।

Advertisement

Advertisement