বিরাট কোহলির সময়টা কিছুতে ভালো হচ্ছে না। মানসিক দিয়ে সেই কারণে পিছিয়ে পড়তে হচ্ছে বার বার। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংশে শতরান আসার পরে বিরাট কোহলি নিজেই ভেবে ছিলেন তিনি ছন্দে ফিরেছেন। কিন্তু সেই ভাবনা সার্থক করতে পারেনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়ান। শুক্রবার তিনি ঝামেলার মধ্যে পড়ে গেলেন সমর্থকদের সঙ্গে।
মেলবোর্নে শুক্রবার মেজাজ হারালেন বিরাট কোহলি। আউট হওয়ার পর সাজঘরে ফেরার সময় এক অস্ট্রেলীয় সমর্থক তাঁকে কটাক্ষ করেন। তা শুনে ক্ষিপ্ত কোহলি সাজঘরের দিকে চলে গিয়েও ফিরে আসন বাইরে। তাঁকে পাল্টা কিছু বলতে দেখা যায়। তবে জল বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেটকর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন। মেলবোর্নে ভাল শুরু করেও বড় রান পাননি কোহলি। তাঁর ব্যাট থেকে এল ৩৬ রানের ইনিংস। আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান।
Advertisement
Advertisement
Advertisement



