• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার অভিযোগ ঘিরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে কেকেআরকে এই মর্মে নিদেশ পাঠানো হয়। তারপরেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল শাহরুখ খানের দল।

শনিবার বিয়ষটি নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, কেকেআর চাইলে মুস্তাফিজুর রহমানের জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে দলে নিতে পারে। সেজন্য প্রয়োজনীয় অনুমতিও দেওয়া হবে বলে জানান সাইকিয়া। এরফলে মুস্তাফিজুরের বদলি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে আর কোনও বাধা থাকল না।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার অভিযোগ ঘিরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এই আবহেই কেকেআরের সহ-মালিক শাহরুখ খানের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের তরফে চাপ বাড়ানো হয় মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার জন্য।

Advertisement

আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুরই সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার, যাঁকে কেকেআর ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোর্ডের নির্দেশ মেনে আসন্ন আইপিএল মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিচ্ছে।

Advertisement