• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কিরণ মােরের বক্তব্য

প্রত্যেকের রােহিতের ফিটনেসের দিকে নজর রাখা উচিত। আমি তাে মনে করি  রােহিতের উপস্থিতি ভারতকে শক্তিশালী করে তুলবে," এমন কথাই জানান কিরণ মােরে।

কিরণ মােরে (ছবি: টুইটার | @JockMore)

“বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন প্রথম টেস্ট খেলার পর। সেখানে রােহিতের ফিটনেসের দিকে সকলের নজর দেওয়া উচিত। কারণ বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলে রােহিত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেটা আমি এখন থেকে মনে করছি।

তাই প্রত্যেকের রােহিতের ফিটনেসের দিকে নজর রাখা উচিত। আমি তাে মনে করি  রােহিতের উপস্থিতি ভারতকে শক্তিশালী করে তুলবে,” এমন কথাই জানান কিরণ মােরে।

Advertisement

Advertisement

Advertisement