মাচাডাের গােলে এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র ৱার দায়িত্ব থেকে সরে গেলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জেরার্ড নুস। এ মরশুমে আইএসএলে ভাল শুরু করলেও ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয় হাইল্যান্ডসরা।
প্রথম পর্বের লিগ শেষে সাত নম্বরে আছে তারা। নর্থ ইস্টের তরফ থেকে বিবৃতি জানানাে হয়েছে, কোচের সঙ্গে স্টাটেজি ও দর্শন গত দিক থেকে বনিবনা না হওয়ায় জেরার্ড নুসের সঙ্গে সম্পর্ক শেষ করেছে ক্লাব এই মুহুর্তে লিগ টেবলে সাত নম্বরে থাকা নর্থ ইস্টের দায়িত্ব এবার সামলাবেন খালি জামিল। রবিবার তাদের ম্যাচ পাঁচ নম্বর, থাকা জামশেদপুর এফসির সঙ্গে।
Advertisement
Advertisement
Advertisement



