• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘কেটে যাবে’ ধনশ্রীর আবেগঘন পােস্ট

যজুভেন্দ্র চাহালকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। নির্বাচকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন সেটা কেউ কখনাে আশা করতে পারেননি।

যজুভেন্দ্র চাহাল এবং ধনশ্রী (Photo: IANS)

যজুভেন্দ্র চাহালকে বাদ দিয়ে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে নামবে ভারতীয় দল এবং নির্বাচকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন সেটা কেউ কখনাে আশা করতে পারেননি কুলদীপ যাদব। সেরকম পারফরমেন্স করে দেখাতে না পারলেও, চাহাল কিন্তু নিজের সেরা খেলাটা মেলে ধরেছিলেন কিন্তু তারপরেও চাহালের দলে জায়গা না হওয়ায় তিনি কিছুটা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন।

পাশাপাশি তার স্ত্রী ধনশ্রী একটি আবেগঘন বার্তায় লিখেছেন, এই দুঃখের সময়টা একদিন নিশ্চয়ই কেটে যাবে। মা বলে দুঃসময় কেটে যায়। মাথা উচু করে বাঁচাতে হবে। প্রতিভা আর ভাল কাজ সর্বদা সঙ্গ দেয়। কথাটা হল এই সময়টাও কেটে যাবে। ভগবান সকলের মঙ্গল করেন সর্বদা। আমাদেরও করবে সেটা আমি বিশ্বাস, করি।

Advertisement

একটা সময় কুলচা জুটি ভারতীয় দলের স্পিনের ত্রাতা হয়ে উঠেছিলেন দুই রবির তেজ কমিয়ে। কিন্তু নির্বাচকরা আসন্ন বিশ্বকাপের আসরে দুই রবির তেজটাকেই দেখতে চাইছেন পুনরায় এবং কুলচা জুটিকে আপাতত ছাঁটাই করেছেন।

Advertisement

Advertisement