সিএবি পরিচালিত জে সি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেটে পুলিশ অ্যাথলেটিকস ক্লাব, স্পোর্টিং ইউনিয়ন, কুমারটুলি ও বিএনআর জয় তুলে নিয়েছে। কুমারটুলি ১৮০ রান করে চার উইকেটের বিনিময়ে। তার জবাবে ডালহৌসি ক্লাব ৮ উইকেটে ১৭৩ রান করে হার স্বীকার করে নেয়। বিএনআর ৮৬ রানে জয় পেয়েছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। বিএনআর ৫ উইকেটে ১৭৮ রান করে।
পক্ষান্তরে টালিগঞ্জ অগ্রগামী ৮ উইকেটে ৯২ রান করে হার মেনে নেয়। মনোহরপুকুর মিলন সমিতি ৫২ রানে হেরে গেছে স্পোর্টিং ইউনিয়নের কাছে। স্পোর্টিং ইউনিয়ন ১০৭ রানে সবাই আউট হয়ে যায়। তার জবাবে মনোহরপুকুর ৭ উইকেটে ১০৮ রান করে পরাস্ত হয়।
পুলিশ অ্যাথলেটিকস ক্লাব ও বেলগাছিয়া ইউনাইটেডের খেলাটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ অ্যাথলেটিকস ক্লাব মাত্র ১ রানে জয় তুলে নেয়। পুলিশ দল ৯ উইকেটে ১২৫ রান করে আর বেলগাছিয়া ইউনাইটেড ৬ উইকেটে ১২৪ রান করে।