• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইএসএলের রেকর্ড গোলদাতা এফসি গোয়া ছেড়ে স্পেনের ক্লাবে

এফসি গােয়ার স্প্যানিয়ার্ড ফেরান কোরোমিনাস প্রথম মরশুমে আইএসএল টুর্নামেন্টে ১৮ টি গােল করে সর্বোচ্চ গােলদাতার সম্মান পেয়েছিলেন

মারকাশ র‍্যাসফোর্ড পেনাল্টি থেকে গোল করার মুহূর্ত (Photo: Xinhua/Jack Chan/IANS)

সাইপ্রাসের প্রিমিয়র ডিভিশন ক্লাব ডোক্সা থেকে ২০১৭-১৮ সালে খেলতে এসেছিলেন এফসি গােয়াতে স্প্যানিয়ার্ড ফেরান কোরোমিনাস। প্রথম মরশুমে আইএসএল টুর্নামেন্টে ১৮ টি গােল করে সর্বোচ্চ গােলদাতার সম্মান পেয়েছিলেন। পরের মরশুমে তিনি গােল করেছিলেন ১৬ টি। এই মরশুমে তিনি ১০ টা ম্যাচে গােয়ার হয়ে ইয়ান হিউমের করা ২৮ টি গােলের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন। অবশ্য পরবর্তী সময়ে সুনীল ছেত্রী গােল করেছেন ৩৯ টি। দ্বিতীয়বার সােনার বুট জিতে নেওয়ার পাশে গােয়াকে ফাইনালে পথ পরিষ্কার করে দেন স্প্যানিয়ার্ড, তৃতীয় মরশুমে ১৪ টি গােল করে নজর কেড়ে নেন । তিনটি মরশুমে ৫৭ টি ম্যাচে ৪৮ টি গােলও করেন।  ৩৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড আইএসএল ছেড়ে  স্পেনের সেগুন্ডা ‘বি’ ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো  বেলিয়ার্সে খেলার জন্য সই করলেন। গােয়ার ক্লাবের হয়ে ৬৮ টি ম্যাচে ৫৫ টি গােল করেন । স্প্যানিয়ার্ডের জায়গায় গােয়া সই করাল স্প্যানিয়ার্ড ইগর আঙ্গুনােকে ।

Advertisement

Advertisement