এই মুহূর্তে ভারতীয় টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার পালা চলছে। একের পর এক ক্রিকেটার অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন। ইতিমধ্যেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। জল্পনা শুরু হয়েছে মহম্মদ শামিকে নিয়েও। যদি ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা না হয়, সেক্ষেত্রে শামি আর টেস্ট ক্রিকেটে খেলবেন না বলে এমনই কথা শোনা যাচ্ছে। আর এবারে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বী শ আর ক্রিকেট খেলবেন না বলে এমনই একটা ইঙ্গিতবাহী পোস্ট করেছেন। আসলে ক্রিকেটের প্রতি তাঁর মোহ নেই। গত বছর ডিসেম্বর মাসে তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখতে পাওয়া গিয়েছিল। তারপরে আর দেখা মেলেনি পৃথ্বী শ’কে। তিনি পোস্টে লিখেছেন, ২৫ বছরের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাই। এবারে আইপিএল ক্রিকেটে মেগা নিলামে অবিক্রিত ছিলেন পৃথ্বী শ। তাঁর ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও শেষ পর্যন্ত কোনও দলই তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি। তাই তিনি মনে করেছেন, একটা বিরতি দরকার তাঁর।
বেশ কয়েক বছর ক্রিকেট থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছিলেন ব্যক্তিগত জীবনকে। একটা সময় তাঁকে শচীনের সঙ্গে তুলনা করা হত। কিন্তু সেই ভাবনায় এখন অনেকেটাই গ্যাপ তৈরি হয়েছে। ক্রমেই তাঁর নাম তলানিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আইএসএলে দলও পান না। তাহলে বোঝা যাচ্ছে পৃথ্বী শ’কে বর্তমান ক্রিকেটে আর প্রয়োজন নেই। কিন্তু এই পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮৯২ রান। ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সময়ে টালবাহানা করেছেন। তাঁর অনিয়ন্ত্রিত জীবন ক্রিকেট থেকে সরিয়ে দিয়েছে। দ্বিতীয় দফায় আইপিএল শুরু হওয়ার আগেই পৃথ্বী শ’র এই ধরনের পোস্টকে অনেকেই মনে করছেন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



