প্রবল গরম থেকে সমর্থকদের আরাম দিতে গ্যালারিতে হাজির দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে গুজরাত ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, গুজরাতের ঘরের মাঠ, অর্থাৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশেষ পাখা এবং সানস্ক্রিনের ব্যবস্থা থাকতে চলেছে, দর্শকদের জন্য।
গুজরাত টাইটান্স জানিয়েছে, ‘স্টেডিয়ামের যে সমস্ত স্ট্যান্ডে কড়া রোদ ঢোকে, সমর্থকদের কথা ভেবে সেখানে বিশেষ স্ট্যান্ড ফ্যান থাকবে। তাছাড়াও থাকবে সানস্ক্রিন। বিনামূল্যে দেওয়া হবে ওআরএস এবং পানীয় জল। থাকবে ওষুধের ব্যবস্থাও।’ আসলে সম্প্রতিই দেখা গিয়েছে যে, প্রবল গরমে স্টেডিয়ামের গ্যালারির একাংশ ফাঁকা। এ ব্যাপারটাও চিন্তায় রাখছিল গুজরাতকে। যদিও এরপরও স্টেডিয়াম ভরে উঠবে বলেই আশা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।