• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চাপে ভারতের মেয়েরা

সাত বছর পর ইংল্যান্ডের মাটিতে বুধবার প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল মিতালি রাজরা। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক।

মিতালি রাজ (Photo: Surjeet Yadav/IANS)

সাত বছর পর ইংল্যান্ডের মাটিতে বুধবার প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল মিতালি রাজরা। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক। ভারতীয় অভিষেক ম্যাচে খেলতে নামেন দীপ্তি শর্মা, পুজা ভেস্তাকার, স্নেহা রানা ও তানিয়া ভাটিয়া।

টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে ভারতীয় বােলারদের পুরােপুরি নাস্তানাবুদ ইংলিশ ব্যাটসম্যানরা রানের গতিকে বাড়িয়ে নিয়ে চলেন। টামি বেমন্টের ৬৬ ও অধিনায়ক নাইটের অপরাজিত আটচল্লিশ রানের উপর ভর করে ইংল্যান্ড মহিলা দল শেষ খবর পাওয়া অনুযায়ী চা-পানের বিরতিতে দুই উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে দল।

Advertisement

Advertisement

Advertisement