আজ সুপার ফোরের ম্যাচে দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে হঠাৎই চোট আতঙ্ক ভারতীয় শিবিরে। শুক্রুবার ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন মাথায় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ওমান ইনিংসের ১৫ তম ওভারে ঘটে ঘটনাটি। বড় শট মারতে যান হাম্মাদ মির্জা। বল হাওয়ায় উঠলে ক্যাচ ধরতে যান অক্ষর। কিন্তু, দেহের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পরে যান তিনি। সেইসময় মাটিতে তাঁর মাথায় ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে দলের ফিজিয়ো এসে পরীক্ষা করেন তাঁকে। কিছুক্ষন পর তাঁদের সঙ্গেই মাঠ ছাড়েন অক্ষর। এরপর আর মাঠে নামেননি তিনি। ম্যাচ শেষে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ জানান, অক্ষরের চোট খুব একটা গুরুতর নয়। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ম্যাচের আগে হাতে খুব বেশি সময় নেই। তার মধ্যে অক্ষরের পুরোপুরি সেরে ওঠা নিয়ে একটা সংশয় প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।
যদিও, অক্ষরের মাথার এই চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। কারণ, অক্ষর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাই বলা যায়, অক্ষর পুরোপুরি সেরে না উঠলে তাঁকে ছাড়াই পাকিস্তান ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। অন্তত, এদিন দলের ফিল্ডিং কোচের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। এদিকে, অক্ষর একান্তই খেলতে না পারলে পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনারে খেলতে হবে ভারতকে। সে ক্ষেত্রে অর্শদীপ সিংহ বা হর্ষিত রানার মধ্যে এক জনের খেলার সম্ভাবনা রয়েছে। স্ট্যান্ড বাই হিসাবে ওয়াশিংটন সুন্দর থাকলেও তাঁকে দলের সঙ্গে দুবাই নিয়ে যাওয়া হয়নি। ফলে, এতো কম সময়ে তাঁকে দুবাই নিয়ে গিয়ে ম্যাচ ফিট করে তোলা যথেষ্ট কঠিন। এখন দেখার বিষয় পাকিস্তান ম্যাচের আগে অক্ষর পুরো সুস্থ হয়ে মাঠে নামতে পারেন কি না।
Advertisement
Advertisement
Advertisement



