এশিয়া কাপ ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই। দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে দল থেকে বাদ দেওয়া নিয়ে আগেই শুরু হয়েছে বির্তক। এবার অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক থেকে সরানো নিয়ে শুরু হল নতুন বিতর্ক। মঙ্গলবারই এবারের এশিয়া কাপের জন্য শুভমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটি। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। ক্ষোভের সঙ্গে তিনি রীতিমত দাবি তুলেছেন, নির্বাচকদের উচিত অক্ষর প্যাটেলের কাছে বিষয়টি নিয়ে নির্বাচকদের আলাদাভাবে ব্যাখ্যা দেওয়া। কাইফের মতে, অক্ষর যখনই সুযোগ পেয়েছে, তখনই দলের স্বার্থে নিজের সেরাটা উপহার দিয়েছে। ফলে, তাঁর সঙ্গে যা হয়েছে তা পুরোপুরি অন্যায়।
প্রায় দীর্ঘ একবছর পর ভারতীয় দলে ফিরেছেন শুভমন গিল। শেষবার ২০২৪-র জুলাই মাসে তিনি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ইংল্যান্ড সিরিজে দুরন্ত খেলার পুরস্কারস্বরূপ এশিয়া কাপে দলের সহ -অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তিনি। তবে, জানা যাচ্ছে শুভমান গিলকেই ভবিষ্যতে তিন ফর্ম্যাটের নেতৃত্বের ভার তুলে দিতে চাইছে বিসিসিআই। অধিনায়ক নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তাঁরা। আর তাই আগামী দিনে ভারতীয় দলে সব ফর্ম্যাটের দলনেতা হিসেবে শুভমানকে তুলে আনার বার্তা ছড়িয়ে দিতে অক্ষরের সহ-অধিনায়কের পদও বিনা ব্যাখ্যায় চলে গেল তাঁর হাতে।
Advertisement
টি -টোয়েন্টি দলের সহ -অধিনায়ক হয়ে গেলেন দলের একজন সাধারণ সদস্য। যদিও, বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনি জানিয়েছেন, যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন তিনি অধিনায়ক ছিলেন ও গিল সহ-অধিনায়ক ছিল। সেখান থেকে ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন চক্র শুরু করে।
Advertisement
তবে, সেইসময়ে শুভমান টেস্ট খেলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে, তিনি সেভাবে আর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি বলেই জানিয়েছেন সূর্য। এরপরেই, অধিনায়ক সূর্য বলেন, তাঁরা শুভমনকে ফের একবার দলে ফিরে পেয়ে খুব খুশি। তবে, এতকিছুর পরেও প্রশ্ন উঠছে, তাহলে কেন একবছরের বেশি সময় ধরে গিলকে টি-টোয়েন্টি দল থেকে ‘ব্রাত্য’ রাখা হল? নাকি গিলকে তিন ফরম্যাটের ভাবী অধিনায়ক হিসেবে তুলে আনার জন্যই তাঁকে রাতারাতি টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়কের দায়িত্ব কেন দেওয়া হল? প্রশ্ন কিন্তু থাকবেই।
Advertisement



