ঐতিহাসিক ওভাল স্টেডিয়ামে বৃহস্পতিবার তেণ্ডুলকর-অ্যান্ডারসন টেস্ট সিরিজর শেষ ম্যাচে ভারত চ্যালেঞ্জ জানাতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই মুহূর্তে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটি ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। এই ম্যাচটা জিততে পারলে তাহলে ভারত টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারবে। সেই কারণে অধিনায়ক শুভমন গিলদের কাছে অত্যন্ত মর্যাদার লড়াই। চতুর্থ টেস্ট ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে যেভাবে লড়াকু ভূমিকা নিয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করলেন, তা দীর্ঘদিন মনে থাকবে। ইংল্যান্ড দল ভেবেছিল, এই টেস্ট ম্যাচটি তাদের দখলে থাকবে। কিন্তু তা রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল ও অধিনায়ক শুভমন গিলরা তা নস্যাৎ করে দেন। সেই কারণেই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভারতীয় দলের খেলোয়াড়রা ইংল্যান্ড দলকে চাপে রাখার চেষ্টা করবেন।
এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হবে কিনা, তার কোনও আভাস সেইভাবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করেননি। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে কোনও বদল হবে না, তা নতুন করে বলার প্রয়োজন হয় না। একমাত্র ঋষভ পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে আনা হবে। গত টেস্ট ম্যাচে তিনি বেশ কিছুক্ষণ উইকেট কিপিং করেছেন। ভারতীয় দল থেকে ঋষভ চলে যাওয়াতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে দলকে। পাশাপাশি যশপ্রীত বুমরাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি শেষ টেস্ট ম্যাচে বুমরাকে দলে রাখা হবে না? সেক্ষেত্রে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন আকাশদীপ। আকাশদীপ ইংল্যান্ডের মাটিতে ভালো নজর কাড়লেও যশপ্রীত বুমরা দলে আসাতে সেই জায়গা থেকে সরে যেতে হয়। পাশাপাশি আকাশদীপের চোটও ছিল। সব মিলিয়ে বলতে পারা যায়, দু-একটি জায়গায় ভারতীয় দলে পরিবর্তন আসতে পারে। আবার অনেকেই বলছেন, সাই সুদর্শনকে কি একাদশে রাখা হবে? আবার টেস্ট অভিষেকে ওল্ড ট্র্যাফোডের মাঠে পেসার অংশুল কম্বোজ সেই অর্থে সফল হতে পারেননি। সেখানেও ভাবনা আছে, পঞ্চম টেস্ট বলতেই গুরুত্বপূর্ণ খেলায় অংশুলকে দলে রাখা নিয়ে। আবার ভাবা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালের মাঠে কুলদীপ নায়ারকে ফিরিয়ে আনা হতে পারে।
Advertisement
অন্যদিকে, ইংল্যান্ড দলেও বড় পরিবর্তন হচ্ছে। অধিনায়ক বেন স্টোকস খেলতে পারছেন না। সেই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। সেই কারণেই ওলি পোপের কাছে বড় একটা চ্যালেঞ্জ অধিনায়কের ব্যাটন হাতে। অবশ্যই ইংল্যান্ড দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় ওলি পোপ। শুধু তাইই নয়, দলে আরও দুই থেকে তিনজনের পরিবর্তন হতে পারে? যেমন ব্রাইডন কার্স, জফ্রা আর্চার ও লিয়াম ডসনরা খেলতে পারছেন না। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জায়গায় যাঁরাই আসুন না কেন, তাঁরা ভারতীয় দলকে কীভাবে বেগ দেবে, সেটাও ভাবার বিষয়। ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস বেশ কিছুদিন ধরেই কাঁধের ব্যথায় কাহিল হয়ে পড়েছিলেন। তবুও তিনি মাঠে নামতেন দলের প্রয়োজনে। তারপরে চতুর্থ টেস্ট ম্যাচে হ্যামর্স্টিংয়ে চোট পান। তাই সেই চোট নিয়ে তিনি শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
Advertisement
আবার দীর্ঘদিন বাদে দলে ফিরে আসার পরেও জফ্রা আর্চার পঞ্চম টেস্টে খেলছেন না। সেই জায়গায় খেলবেন জ্যাকব বেথেল। এ বাদে দলে আসছেন জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন ও জস তাং। অধিনায়ক বেন স্টোকস না থাকাতে ইংল্যান্ড শিবিরে অবশ্যই একটা ধাক্কা লাগবে। ব্যাটে-বলে বেন স্টোকস যেভাবে ইংল্যান্ড দলকে এগিয়ে নিয়ে গেছেন, সেখানে তাঁর অভাবটা চোখে পড়বে। আর সেখানেই ভারতীয় দল বড় ভূমিকা নিয়ে খেলতে পারলে জয় আসাটা অস্বাভাবিক নয়। শুভমন গিলের কাছে এখন পাখির চোখ, পঞ্চম টেস্ট ম্যাচে ভারতের জয়ের পতাকা উড়িয়ে দেওয়া।
Advertisement



