• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

শর্তসাপেক্ষে সহঅধিনায়ক শুভমন

শুভমন ইডেন উদ্যানে প্রথম টেস্টে মাত্র তিন বল খেলে চোটের কারণে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে এখনও পর্যন্ত শুভমনকে মাঠে দেখতে পাওয়া যায়নি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে। তবে এই দলের সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শর্তসাপেক্ষে শুভমন গিলকে। তিনি খেলতে পারবেন কিনা, তা নির্ভর করবে মেডিকেল ছাড়পত্রের উপর।

শুভমন ইডেন উদ্যানে প্রথম টেস্টে মাত্র তিন বল খেলে চোটের কারণে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে এখনও পর্যন্ত শুভমনকে মাঠে দেখতে পাওয়া যায়নি। শুভমনকে ফিট করার জন্য ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের সূচি তৈরি করবে মেডিকেল টিমের সদস্যরা। তবে এখনই বোর্ড কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চাইছে না।

Advertisement

ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমারকে বড় দায়িত্ব নিয়ে লড়াই করতে হবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। একদিনের ম্যাচে ভারতীয় দলে এই মুহূর্তে যাঁরা খেলছেন, তাঁদের বেশ কয়েকজনকে দেখতে পাওয়া যাবে। বিরাট কোহলি ও রোহিত শর্মা আগেই জানিয়ে দিয়েছেন, এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।

Advertisement

Advertisement